বাসস দেশ-৪৩ : রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

99

বাসস দেশ-৪৩
দুর্ঘটনা-নিহত
রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত
ঢাকা, ৭ এপ্রিল, ২০২১ (বাসস) : রাজধানীর নিউমার্কেট-আজিমপুর সড়কে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সিএনজি চালিত অটোরিকসা চালক নিহত হয়েছেন।
নিহতের নাম গোলাম মোস্তফা (৬১)।
দুর্ঘটনার পর ঠিকানা বাসের চালক জালালকে (৩১) আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন আজিমপুর সড়কে ঠিকানা পরিবহনের একটি বাস একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা সিএনজি চালক গোলাম মোস্তফাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মোস্তফা রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় থাকতেন। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে।
এ ঘটনায় ঠিকানা বাসের চালক জালালকে (৩০) আটক করে লালবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮৩৫/অমি