বাসস ক্রীড়া-১৪ : ধারাবাহিকতা ধরে রেখেছেন অন্তরা ও প্রিয়া

79

বাসস ক্রীড়া-১৪
বঙ্গবন্ধু-গেমস-কারাতে
ধারাবাহিকতা ধরে রেখেছেন অন্তরা ও প্রিয়া
ঢাকা, ৭ এপ্রিল ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসেও নেপাল এসএ গেমসের ধারাবাহিকতা ধরে রেখেছেন দুই কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা এবং মারজান আক্তার প্রিয়া।
আজ বুধবার বান্দরবান জেলা জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত নারীদের -৫৫ কেজি কুমিতে স্বর্ন পদক লাভ করেছেন সেনাবাহিনীর মারজান আক্তার প্রিয়া। ওই ডিসিপ্লিনে বাংলাদেশ আনসারের জান্নাতুল ফেরদৌস সুমি রৌপ্য এবং গাজীপুরের নাইমা সিকদার ও সুনামগঞ্জের কামরুন নাহার হ্যাপী ব্রোঞ্জ পদক জয় করেছেন।
একই ভেন্যুতে নারীদের -৬১ কেজি কুমিতে স্বর্ন পদক জয় করেন আনসারের হুমায়রা আক্তার অন্তরা। এতে স্বাগতিক বান্দরবানের মেসাই ওয়াং রৌপ্য এবং পুলিশের তাসলিমা খাতুন ও সেনাবাহিনীর হাসিনা খাতুন ব্রোঞ্জ পদক জয় করেছেন।
পুরুষদের -৬০ কেজি কুমিতে সেনাবাহিনীর আল আমিন ইসলাম স্বর্ণ, স্পারসোর ইউসুফ আলী রৌপ্য ও নারায়ণগঞ্জের রাব্বি আলী ব্রোঞ্জপদক জয় করেন।
পুরুষদের -৬৭ কেজি কুমিতে আনসারের জর্জিস আনোয়ার নাইম স্বর্ণ, সেনাবাহিনীর ফেরদাউস রৌপ্য এবং ঢাকার বাচিং মং মার্মা ও বিকেএসপির নাফিউল ইসলাম ব্রোঞ্জ পদক জয় করেছেন।
বাসস/এএসজি/এমএইচসি/১৮২০/স্বব