বাসস দেশ-৩৫ : দিনাজপুরে ২০০ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণমুর্তি উদ্ধার

76

বাসস দেশ-৩৫
মুর্তি-উদ্ধার
দিনাজপুরে ২০০ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণমুর্তি উদ্ধার
দিনাজপুর, ৭ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলার বীরগঞ্জ উপজেলার পল্লী থেকে একটি পুকুর খননের সময় শ্রমিকদের মাটি উত্তোলনকালে একটি বিশাল কষ্টিপাথরের বিষ্ণমুর্তি উদ্ধার করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মতিন প্রধান জানান, আজ বুধবার লোকমুখে মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থল বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতোর ইউনিয়নের দগরাই খাটিয়াদিঘি গ্রামে উপস্থিত হই। সেখানে একটি পুরাতন পুকুর মাটি কেটে শ্রমিকরা সংস্কার কাজ করছিলেন। বেলা ১১টায় শ্রমিকদের মাটি উঠানোর সময় একটি বিশাল আকারে কষ্টিপাথরের বিষ্ণমুর্তি পাওয়া যায়। বিষয়টি স্থানীয় লোকজনের মুখে ছড়িয়ে পরলে পুলিশকে অবগত করা হয়। ঘটনার পর পুলিশ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলম হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম উপস্থিত হন।
তাদের উপস্থিতিতেই মুর্তিটি স্থানীয় কবিরাজ হাটের স্বর্ণকার হিরেন্দ্র নাথ প্রাথমিকভাবে পরীক্ষা করে কষ্টিপাথরের মুল্যবান মুর্তি বলে ঘোষণা দেন। মুর্তিটি পরিমাপ করে ২০০ কেজি ওজন হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। বর্তমানে মুর্তিটি বীরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৩৫/কেজিএ