বাসস দেশ-৩২ : বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

74

বাসস দেশ-৩২
আতিক-শোক
বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক
ঢাকা, ৭ এপ্রিল, ২০২১ (বাসস) : একুশে পদকপ্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, লোকসঙ্গীত শিল্পী ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আজ এক শোকবার্তায় প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশের লোক সঙ্গীতের বিকাশে এ গুণী শিল্পীর অবদান অপরিসীম। সঙ্গীত পরিবেশনের পাশাপাশি তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক হাজারেরও বেশি কবির লেখা কয়েক লক্ষ গান সংগ্রহ করেন। দেশের লোক সঙ্গীত অঙ্গনে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বাসস/সবি/এমএসএইচ/১৭৩০/-কেকে