বাসস ক্রীড়া-১০ : টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন মালান

80

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-মালান
টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন মালান
নয়া দিল্লি, ৭ এপ্রিল ২০২১ (বাসস) : বর্তমানে টি-টুয়েন্টি র‌্যাংকিংএর সেরা ব্যাটসম্যান হলেও টেস্ট ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ডেভিড মালান। প্রথমবারের মত আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন তিনি।
এর আগে বিপিএল, পিএসএল, বিগ ব্যাশে খেললেও এবারই প্রথম আইপিএল খেলবেন মালান। তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। টি-টুয়েন্টিতে সেরা হলেও ক্রিকেটে আসল সৌন্দর্য টেস্ট ম্যাচ বলে মনে করেন মালান।
ভারতীয় সংবাদমাধ্যমকে মালান বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটই সেরা। আমি টেস্ট ক্রিকেটকে অনেক প্রাধান্য দেই। তবে সময়ের পরিবর্তন হয়েছে। সকলের কাছেই নতুনত্বের গুরুত্ব বেশি। তাই এই যুগে টি-টুয়েন্টি ক্রিকেটের গুরুত্ব বেশি। টেস্ট দলে নিয়মিত না হলেও, আমি টেস্ট ক্রিকেটকে সবার চেয়ে এগিয়ে রাখছি।’
তিনি আরও বলেন, ‘টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্স-ক্রিস গেইলরা সবাই লাল বলের ক্রিকেট খেলছেন এবং সবার মৌলিক ভিত মজবুত। তরুণদের উচিত ভিত ও মৌলিকত্বে মনোযোগ দেওয়া। টেস্ট ক্রিকেট এখনও খেলাটির মূল কাঠামো। মৌলিক জায়গা ঠিক না থাকলে ভরসা করার কিছু থাকে না।’
ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট খেলেছেন মালান। ১টি সেঞ্চুরি ও ৬টি ফিফটি করেছেন তিনি। তবে ধারাবাহিক হতে না পারায় ২০১৮ সাল থেকে টেস্ট ক্যারিয়ার থমকে আছে।
টেস্ট খেলার স্বপ্ন এখনো দেখছেন ৩৩ বছর বয়সী বাঁ-হাতি মালান। তিনি বলেন, ‘টেস্ট খেলার স্বপ্ন এখনো দেখছি আমি। এজন্য কাজও করে যাচ্ছি। আশা করি, খুব শীঘ্রই টেস্ট দলে আবারো সুযোগ পাবো।’
বাসস/এএমটি/১৭০৫/স্বব