বাসস দেশ-২৯ : নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু

78

বাসস দেশ-২৯
অক্সিজেন প্ল্যান্ট-নীলফামারী
নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু
নীলফামারী, ৭ এপ্রিল ২০২১ (বাসস) : জেলার সৈয়দপুওে আজ ১০০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক ডা. মো. আহাদ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ওমেদুল হাসান সরকার প্রমুখ।
এসময় জানানো হয়, এটি রংপুর বিভাগে উপজেলা পর্যায়ে চালু হওয়া প্রথম সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট।
হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ জানান, দুই কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এই অক্সিজেন প্লান্টের মাধ্যমে একসঙ্গে একশ’জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। এই প্লান্ট স্থাপনের ফলে করোনায় শ্বাসকষ্ট রোগীসহ অন্যান্য রোগীর মৃত্যুহার কমবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৫৫/এমকে