বাসস দেশ-২৭ : ডাকসু’র সাবেক জিএস মোর্শেদ আলীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

79

বাসস দেশ-২৭
শোকÑমোর্শেদ
ডাকসু’র সাবেক জিএস মোর্শেদ আলীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
ঢাকা,৭ এপ্রিল, ২০২১ (বাসস) : বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মোর্শেদ আলীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বুধবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, কমরেড মোর্শেদ আলী ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন প্রবীণ রাজনীতিবিদ। ষাটের দশকে ৬৬’র ছয়দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র নেতা ও ডাকসু’র জিএস হিসেবে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের পটভুমি তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ ও দেশের রাজনৈতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য প্রবীণ এই রাজনীতিবিদ স্মরণীয় হয়ে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মোর্শেদ আলী আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বাসস/সবি/এসএস/১৬৫০/ অমি