রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

168

ঢাকা, ৭ এপ্রিল, ২০২১ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গত শনিবার ৩ এপ্রিল সন্ত্রাসী হামলায় মাথায় মারাত্মকভাবে আহত মুহিবুল্লাহকে চট্টগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালে ভর্তির পর গত সোমবার তার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়। অবশেষে রাত ১২টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
তার বয়স হয়েছিল ৪০ বছর।
তথ্যমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান মুহিবুল্লাহর অকাল মৃত্যুতে দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
মুহিবুল্লাহ স্ত্রী, দুই সন্তানসহ, আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী, গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গোটা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।