চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

193

কুমিল্লা (দক্ষিণ), ৭ এপ্রিল, ২০২১ (বাসস) : করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর ১২ টায় চান্দিনা পৌরসভার চান্দিনা বাজারে ওই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ।
এসময় নিষেধাজ্ঞা অমান্য করে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এবং মুখে মাস্ক না থাকায় ১০ জন ব্যক্তির কাছ থেকে পৃথক ৫টি মামলায় ২ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়। এসময় চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ হ্যান্ড মাইকে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে রক্ষা পেতে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।
অভিযানে চান্দিনা থানা পুলিশ, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।