বাসস দেশ-৪ : ভোলায় ৭৩ জনের জরিমানা

84

বাসস দেশ-৪
ভোলা-জরিমানা
ভোলায় ৭৩ জনের জরিমানা
ভোলা, ৭ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্টের মাধ্যমে ৭৩ জনকে ৩৬ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত জেলার ৭ উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব অর্থদন্ড প্রদান করা হয়। এসময় মোট ৬৮ টি মামলা দায়ের করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, এর মধ্যে ভোলা সদরে ১৪ জনকে ৬ হাজার ৪৫০ টাকা, দৌলতখানে ১০ জনকে ৪ হাজার ৩’শ, বোরহানউদ্দিনে ৩ জনকে ১১’শ, লালমোহনে ৭ জনকে ৬ হাজার ৭’শ, তজুমদ্দিনে ১৭’শ ৪জনকে, চরফ্যাসনে ২৭ জনকে ১৪ হাজার ৭’শ ও মনপুরায় ৪ জনকে ১৯’শ টাকা জরিমানা করা হয়। এসময় জনসাধারণকে মাস্ক ব্যবহারে এবং লকডাউন এর নির্দেশনা মেনে চলার জন্য সচেতন করা হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাসস/এনডি/এইচ এ এম/১১৫১/নূসী