বাসস ক্রীড়া-১৫ : টেবিল টেনিসে আনসারের আধিপত্য

88

বাসস ক্রীড়া-১৫
বঙ্গবন্ধু-গেমস-টেবিল টেনিস
টেবিল টেনিসে আনসারের আধিপত্য
ঢাকা, ৬ এপ্রিল ২০২১ (বাসস): বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের টেবিল টেনিস (টিটি) ডিসিপ্লিনে বাংলাদেশ আনসার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এতে দ্বিতীয় স্থান লাভ করেছে বাংলাদেশ পুলিশ। এক কথায় টিটির সাত স্বর্ণ এই দুই সংস্থার মধ্যেই বন্টন হয়েছে।
আনসার পাঁচ স্বর্ণ, দুই রৌপ্য ও পাঁচ ব্রোঞ্জ সহ মোট ১২টি পদক নিয়ে ডিসিপ্লিনটির প্রথম স্থান লাভ করেছে। বাংলাদেশ পুলিশ দুই স্বর্ণ ও পাঁচ ব্রোঞ্জ সহ সাত পদক নিয়ে দ্বিতীয় স্থান দখল করে। ৭টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তৃতীয় স্থান লাভ করে। এছাড়া একটি করে পদক নিয়ে তালিকায় জায়গা পেয়েছে যথাক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও রংপুর জেলা ক্রীড়া সংস্থা।
তালিকা:
দল স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
বাংলাদেশ আনসার ৫ ২ ৫ ১২
বাংলাদেশ পুলিশ ২ ০ ৫ ৭
বাংলাদেশ সেনাবাহিনী ০ ৫ ২ ৭
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ০ ০ ১ ১
রংপুর জেলা ক্রীড়া সংস্থা ০ ০ ১ ১
মোট ৭ ৭ ১৪ ২৮
বাসস/এএসজি/এমএইচসি/২০০১/স্বব