বাসস ক্রীড়া-১৩ : ভারোত্তলনে আরো ৬ রেকর্ড

81

বাসস ক্রীড়া-১৩
বঙ্গবন্ধু-গেমস- ভারোত্তলন
ভারোত্তলনে আরো ৬ রেকর্ড
ঢাকা, ৬ এপ্রিল ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে আজ আরো ৬টি নতুন রেকর্ড হয়েছে। সমান সংখ্যক তিনটি করে নতুন রেকর্ড হয়েছে নারী ও পুরুষ উভয় বিভাগে।
নারীদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে সোনা জয় করেন বাংলাদেশ আনসারের ফুলপতি চাকমা। ক্লিন এন্ড জার্কে ৮৪ কেজি তুলে রেকর্ড গড়েন তিনি। স্ন্যাচে ৬৭ কেজি ওজন তুলেছেন তিনি। দুই বিভাগ মিলিয়ে ১৫১ কেজি তুলে সোনা জিতেন ফুলপতি। রূপা জয়ের পথে সেনাবাহিনীর মার্জিয়া আক্তার স্ন্যাচে ৬৭ কেজি তুলে আরেকটি রেকর্ড গড়েন। ক্লিন এন্ড জার্ক (৮০ কেজি) মিলিয়ে তিনি ১৪৭ কেজি তুলেছেন। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কুলসুম আক্তার স্ন্যাচে ৪৮ ও ক্লিন এন্ড জার্কে ৬০, মোট ১০৮ কেজি তুলে ব্রোঞ্জ পদক জয় করেন।
নারীদের ৫৯ কেজি ওজন শ্রেনিতে বাংলাদেশ আনসারের ফাইমা আক্তার ময়না স্ন্যাচে ৬৬ কেজি তুলে রেকর্ড গড়েন। ক্লিন এন্ড জার্কে ৭৫ কেজি মিলিয়ে মোট ১৪১ কেজি তুলে সোনা জিতেছেন তিনি। বাংলাদেশ জেলের জহুরা আক্তার রেশমা স্ন্যাচে ৬১ ও ক্লিন এন্ড জার্কে ৭৪, মোট ১৩৫ কেজি তুলে রূপা এবং সেনাবাহিনীর গিনি রানী রায় স্ন্যাচে ৬১, ক্লিন এন্ড জার্কে ৭২, মোট ১৩৩ কেজি তুলে ব্রোঞ্জ পদক লাভ করেন।
ছেলেদের ৬৭ কেজি ওজন শ্রেনিতে বাংলাদেশ আনসারের বাকি বিল্লাহ সোনা জয়ের পথে ক্লিন এন্ড জার্কে ১৪১ কেজি তুলে রেকর্ড গড়েন। এর আগে স্ন্যাচে তিনি ১১৩ কেজি তোলেন। সবমিলিয়ে ২৫৪ কেজি তুলে সোনা জিতেছেন বাকি বিল্লাহ। সেনাবাহিনীর শিমুল কান্তি সিংহ স্ন্যাচে ১১৪ কেজি তুলে রেকর্ড গড়েন। ক্লিন এন্ড জার্কে ১৩৯ কেজি তোলেন তিনি। মোট ২৫৩ কেজি তুলে রূপা নিশ্চিত করেছেন শিমুল। স্ন্যাচে ১০০, ক্লিন এন্ড জার্কে ১২৬, মোট ২২৬ কেজি তুলে ব্রোঞ্জ পদক লাভ করেন বাংলাদেশ জেলের মিলন চন্দ্র।
ছেলেদের ৭৩ কেজি ওজন শ্রেনিতে সেনাবাহিনীর হামিদুল ইসলাম স্ন্যাচে ১১৮ কেজি তুলে রেকর্ড গড়েন। ক্লিন এন্ড জার্কে ১৪০ কেজি তোলেন তিনি। মোট ২৫৮ কেজি তুলে সোনা নিশ্চিত করেন ২০১০ সালের ঢাকা এসএ গেমসে দেশকে সোনা এনে দেয়া এ ভারোত্তলক। বাংলাদেশ আনসারের নাইমুল ইসলাম স্ন্যাচে ১১৮, ক্লিন এন্ড জার্কে ১৩৮, মোট ২৫৬ কেজি তুলে রূপা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সোহাগ আলী স্ন্যাচে ১০৩, ক্লিন এন্ড জার্কে ১৩২, মোট ২৩৫ কেজি তুলে ব্রোঞ্জ পদক লাভ করেন।
বাসস/এএসজি/এমএইচসি/১৯৫৫/স্বব