বাসস দেশ-২৮ : নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের দু’সদস্য রিমান্ডে

95

বাসস দেশ-২৮
রেহান-রিমান্ড
নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের দু’সদস্য রিমান্ডে
ঢাকা, ৬ এপ্রিল, ২০২১ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তথ্য প্রযুক্তি (আইটি) বিভাগের প্রধানসহ দু’সদস্যের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডভূক্তরা হলেন, আরিফুল ইসলাম জাহেদ ওরফে আইমান ওরফে আরাহান ওরফে রেহান (৩০) ও বাকী বিল্লাহ ওরফে আবু সামির ওরফে জাফর ওরফে ফয়সাল (৩৪)।
মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে করা পল্টন থানার মামলার সুষ্ঠ তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে সোমবার রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ। এ ঘটনায় পল্টন থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহেদ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি ঢাকা উত্তরের দায়ী বিভাগের প্রধান মাসুল (দায়িত্বশীল)।
তিনি চট্টগ্রাম শহরে পড়াশুনাকালে ২০০৮ সালে জামায়তুল মুসলিমিন নামক সংগঠনে যোগ দেন। পরবর্তীতে ঢাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে বিবিএ-তে ভর্তি হন। এ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়ার সাথে তার পরিচয় হয় এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দায়ী বিভাগে যোগ দেন। ধানমন্ডি, বনানী ও গুলশান এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনেক ছাত্র তার মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করেন।
সাম্প্রতিক সময়ে তিনি আল-নসীহা নামক একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে সুকৌশলে উগ্রবাদী কথিত জিহাদী প্রচার প্রচারণা চালিয়ে আনসার আল ইসলামের সদস্য সংগ্রহ করতেন। এছাড়াও তিনি সাদকাহ প্রদান ও উত্তোলনের মাধ্যমে জঙ্গি কার্যক্রমে অর্থায়ন করতেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত বাকী বিল্লাহ আনসার আল ইসলামের তথ্য প্রযুক্তি ও নজরদারি প্রতিরোধ বিভাগের প্রধান। তিনি বহিষ্কৃত মেজর জিয়ার মাধ্যমে ২০১৪ সালে এই সংগঠনে যোগদান করে মিডিয়া বিভাগে কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যে তার কাজের দক্ষতা ও বহিষ্কৃত মেজর জিয়ার সাথে ঘনিষ্ঠতার কারণে তাকে আনসার আল ইসলামের আইটি ও নজরদারি প্রতিরোধ বিভাগের প্রধান করা হয়। তিনি আনসার আল ইসলামের প্রধান মিডিয়া ফোরাম দাওয়ালিল্লাহ তৈরি করাসহ সংগঠনের সদস্যদের যোগাযোগের নিরাপত্তার জন্য পিজিপি এনক্রিপটেড যোগাযোগ মাধ্যম তৈরি করেন।
এছাড়াও তিনি সংগঠনের অধিক নিরাপত্তার জন্য টেইলস নামে একটি অপারেটিং সিস্টেম কাস্টমাইজড করে দেন।
নটেরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করা বাকী বিল্লাহ রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হলেও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কারণে দ্বিতীয় বর্ষের বেশি এগোতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯০১/-এমএন