বাসস ক্রীড়া-১২ : বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের গলফ উদ্বোধন

93

বাসস ক্রীড়া-১২
বঙ্গবন্ধু-গেমস
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের গলফ উদ্বোধন
ঢাকা, ৬ এপ্রিল, ২০২১ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের গলফ প্রতিযোগিতা আজ মঙ্গলবার শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফট্যানেন্ট জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ ওএসপি, এনডিইউ, পিএসসি। বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভুক্ত ১২টি ক্লাব দল ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী , বিমানবাহিনী , আনসার ও ভিডিপি দল সহ ১৭ দলের প্রায় ১৬০ জন গলফার ছয় ইভেন্টে ১৮ পদকের (ছয়টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) জন্য লড়বেন। প্রতিযোগিতার ভেন্যূ ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাব।
আগামী ৯ এপ্রিল শুক্রবার সমপনী দিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সেনাবহিনী প্রদান এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএিসপি, বিজিবিএম, পিএসসি, জি।
বাসস/১৮০৮/স্বব