বাসস দেশ-২ : জয়পুরহাটে দুর্যোগ সহনীয় ৩০৮টি বাসগৃহ নির্মাণ সম্পন্ন

97

বাসস দেশ-২
৩০৮টি বাসগৃহ-
জয়পুরহাটে দুর্যোগ সহনীয় ৩০৮টি বাসগৃহ নির্মাণ সম্পন্ন
জয়পুরহাট, ৬ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় ভূমিহীনদের জন্য সরকারের সহায়তায় স্থানীয় ত্রাণও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৩০৮টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ সম্পন্ন করছে। এতে ব্যয় হয়েছে ৮ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ৭৮৪ টাকা।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সূত্র বাসস’কে জানায়, ২০১৯-২০ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় গৃহহীণদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা হচ্ছে ১৬৮টি। এ গুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে ব্যয় হয়েছে ৫ কোটি ৩ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা। এ ছাড়াও ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ১৪০ টি বাসগৃহ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এতে ব্যয় করা হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ২০৪১ সালের ভিশন অনুযায়ী উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। সেই মিশন বাস্তবায়নে কাজ করছে সরকারের সকল বিভাগ। কোন পরিবার গৃহহীণ থাকবেনা নির্বাচনী এমন অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ গুলোর নির্মাণ কাজ ইতোমধ্যে অধিকাংশ শেষ হয়েছে। বাকী কয়েকটির কাজ প্রায় শেষ হওয়ার দিকে রয়েছে বলে জানান, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল করিম।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৫৫/নূসী