বাসস দেশ-৪৪ : আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় দু’জন রিমান্ডে

112

বাসস দেশ-৪৪
ইয়ামিন মোল্লা-রিমান্ড
আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় দু’জন রিমান্ডে
ঢাকা, ৫ এপ্রিল, ২০২১ (বাসস) : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় ছাত্র অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ দু’জনকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
রিমান্ডভূক্ত অপর আসামি হলেন, আরেফিন হোসেন।
আজ সোমবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অপর দিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯৫০/এএএ