বাসস-দেশ-৪০ : দিনাজপুরে ২১৬ ব্যক্তি ও ৩৩টি হোটেলকে জরিমানা

90

বাসস-দেশ-৪০
দিনাজপুর-জরিমানা
দিনাজপুরে ২১৬ ব্যক্তি ও ৩৩টি হোটেলকে জরিমানা
দিনাজপুর, ৫ এপ্রিল ২০২১ (বাসস) : জেলায় আজ স্বাস্থ্যবিধি মাস্ক না পরায় মোট ২১৬ ব্যক্তি এবং সরকারি নির্দেশনা অমান্য করে হোটেল পরিচালনা করার দায়ে ৩৩টি খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে শহরের ৫টি খাবারের হোটেলকে দুইহাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, ইসরাত জাহান তৃপ্তি ও প্রীতিলতা বর্ম্মন-এর ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরে চলাফেরার দায়ে ২৪ ব্যক্তিকে চারশ’ টাকা করে মোট ৯ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা সদর ব্যতীত অপর ১২টি উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারবৃন্দ (ভূমি) আজ সোমবার সকাল থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এসময় মাস্কবিহীন চলাফেরার দায়ে ১৯২ জন ব্যক্তির প্রত্যেককে চারশ’ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও, ২৮টি খাবারের হোটেলের প্রতিটিকে দুইহাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩০/এমকে