বাসস দেশ-৩৫ : ফটিকছড়িতে তালিকাভুক্ত রাজাকার গ্রেফতার

81

বাসস দেশ-৩৫
রাজাকার-গ্রেপ্তার
ফটিকছড়িতে তালিকাভুক্ত রাজাকার গ্রেফতার
চট্টগ্রাম, ৫ এপ্রিল, ২০২১ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি তালিকাভুক্ত রাজাকার সৈয়দ শওকতুল ইসলাম ওরফে পাতলা ডাক্তারকে (৮১) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নের মুন্সেফ বাড়ি প্রকাশ সৈয়দ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি শওকতুল ইসলাম ওই এলাকার জনৈক মৃত ইমামুল হকের পুত্র।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নানুপুরে আলোচিত নূর আহমদ চেয়ারম্যানসহ এলাকার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে হত্যার নেপথ্যে এ শওকতুল ইসলামের হাত ছিল বলে কথিত আছে।
ফটিকছড়ি থানার এসআই রিদুয়ানুল হক জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসস/জিই/কেএস/১৮৩৪/-এমএন