বাসস ক্রীড়া-১১ : আরচারির কম্পাউন্ড ইভেন্টে নতুন রেকর্ড

83

বাসস ক্রীড়া-১১
বঙ্গবন্ধু-গেমস-আরচারি
আরচারির কম্পাউন্ড ইভেন্টে নতুন রেকর্ড
ঢাকা, ৫ এপ্রিল ২০২১ (বাসস): বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আরচারিতে প্রথম দিনেই গতকাল রোববার নতুন জাতীয় ও গেমস রেকর্ড হয়েছে। এদিন শুরু হয় রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা।
পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশ পুলিশের অসীম কুমার দাস ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৭০৪ স্কোর করে নতুন জাতীয় ও গেমস রেকর্ড করেন (আগের রেকর্ড ছিল ৭০০, বিকেএসপির শেখ সজিব)। এ ইভেন্টে ওয়ার্ল্ড আরচারির রেকর্ড ৭১৮। এছাড়াও হিমু বাছাড় (বিকেএসপি) ৬৮৭ স্কোর করে দ্বিতীয়, মো: সোহেল রানা (ঢাকা আর্মি আরচারি ক্লাব) ৬৮৪ স্কোর করে তৃতীয় এবং মো: আশিকুজ্জামান (বাংলাদেশ পুলিশ) ৬৮৩ স্কোর করে ৪র্থ স্থান অর্জন করেন।
নারী ফুটবলে মাগুরার স্বর্ণ জয়
গতকাল অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের নারী ফুটবলে স্বর্ণ পদক জয় করে মাগুরা জেলা। রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মাগুরা টাইব্রেকারে ৩-২ গোলে ব্রাহ্মণবাড়ীয়াকে হারিয়ে স্বর্ণ জয় করে । নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
এর আগে স্থান নির্ধারনী ম্যাচে রাজশাহী ৮-১ গোলে আনসারকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে।
বাসস/এএসজি/এমএইচসি/১৮০০/স্বব