যশোরে প্রথম কালবৈশাখীর ঝড়

221

যশোর, ৫ এপ্রিল, ২০২১ (বাসস) : প্রথম দফায় যশোরে গতকাল সন্ধ্যা ছয়টা নয় মিনিট নাগাদ শুরু হয় কালবৈশাখীর ঝড়। এ ধূলিঝড়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছে ঘরের বাইরে থাকা মানুষ। এমনিতেই লকডাউন শুরুর আগের দিন হওয়ায় গতকাল রাস্তায় সকাল থেকে মানুষের উপস্থিতি বেশি ছিল।
যশোর বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা ছয়টা নয় মিনিটে শুরু হওয়া ঝড়টি থেমে থেমে সন্ধ্যা ছয়টা ৪০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার।
এসময় ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা শহর। আকস্মিক এ ঝড়ে পথচারীরা দিশেহারা হয়ে পড়েন। তবে দ্রুত সবাই কাছাকাছি দোকানপাটে অবস্থান নেয়। অনেকে আবার ঝড়ের মধ্যেই গাড়ি চালিয়ে গন্তব্য ছুটে যান। তবে এ ঝড়ে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।