বাসস দেশ-৪৮ : কৃষি শ্রমিক যাতায়াত- কৃষিজাত পণ্য ও উপকরণ সরবরাহে সহযোগিতা চায় কৃষি মন্ত্রণালয়

116

বাসস দেশ-৪৮
কৃষি মন্ত্রণালয়-চিঠি
কৃষি শ্রমিক যাতায়াত- কৃষিজাত পণ্য ও উপকরণ সরবরাহে সহযোগিতা চায় কৃষি মন্ত্রণালয়
ঢাকা, ৪ এপ্রিল, ২০২১ (বাসস) : লকডাউনে কৃষিপণ্য, কৃষিশ্রমিক, কৃষি উপকরণ সহ অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে যাতায়াত নিবিঘ্ন রাখতে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার উপ-প্রধান শেখ বদিউল আলম সাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে সরকার শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এতে বলা হয়, এই নিষেধাজ্ঞার সময়কালে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে রাসায়নিক সার ও অন্যান্য কৃষিজাত পণ্য ও উপকরণ ব্যবসার সঙ্গে জড়িতদের পণ্য পরিবহণ ও ক্রয় বিক্রয় যাতে কোন রূপ অসুবিধা না হয় এবং বোরো ধান কর্তনজনিত কারণে আন্ত:জেলা কৃষি শ্রমিক যাতায়াত যেন বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সহযোগীতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
বাসস/সবি/এমএএস/১৮৫৯/কেকে