বাসস বিদেশ-৪ : ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ২০ জনের প্রাণহানি

94

বাসস বিদেশ-৪
বন্যা ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ২০ জনের প্রাণহানি
জাকার্তা, ৪ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক): ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেংগারা প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২০ জনের প্রাণহানি ঘটেছে। নয়জন আহত ও পাঁজজন নিখোঁজ রয়েছে।
দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি এ কথা জানিয়েছে।
সংস্থার মুখপাত্র রাদিত্য জ্যোতি জানান, ফ্লোরেস তিমুর জেলায় রোববারের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। তিনি আরো জানান, ভূমিধসের কারণে মাটির নিচে বেশকিছু ঘরবাড়ি চাপা পড়েছে এবং একটি ব্রিজ ধ্বংস হয়েছে। আহতদের সকলকে নিকটবর্তী ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ অঞ্চলে সপ্তাহজুড়েই ঝড়ো বাতাসসহ প্রবল বৃষ্টি থাকবে বলে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে।
বাসস/জুনা/১৮০৪/কেএমকে