বাসস ক্রীড়া-১০ : এক হাজার মিটার দৌঁড়ে সেরা নৌবাহিনীর মো. আসিফ বিশ্বাস

78

বাসস ক্রীড়া-১০
বঙ্গবন্ধু-গেমস- এ্যাথলেটিকস
এক হাজার মিটার দৌঁড়ে সেরা নৌবাহিনীর মো. আসিফ বিশ্বাস
ঢাকা, ৪ এপ্রিল, ২০২১ (বাসস): বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে এ্যাথলেটিকসের ১০,০০০ মিটার দৌঁড়ে সোনা জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মো. আসিফ বিশ্বাস। তিনি সময় নিয়েছেন ৩৬ মিনিট ৩২ সেকেন্ড।
দূরপাল্লার ওই ইভেন্টে ৩৬ মিনিট ৩৫.৭০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. সোহেল রানা। ব্রোঞ্জ জয়ী একই সংস্থার মো. আল আমিন সময় নেন ৩৬ মিনিট ৪৬.৯০ সেকেন্ড সময় নিয়েছেন।
২০ কিলোমিটার হাটা ইভেন্টের তিন পদকই পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাথলেটরা। ১ ঘন্টা ৪৪.২৯ সেকেন্ড নিয়ে রাজু আহমেদ সোনা জিতেছেন। ১ ঘন্টা ৪৪.৩৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন কৃষ্ণ সাহা। ১ ঘন্টা ৪৫.০১ সেকেন্ড সময় নিয়ে মোরাদুল ইসলাম জয় করেন ব্রোঞ্জ পদক।
৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ রানা ৫৩.৬০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ন পদক জয় করেন। এতে ৫৪.২০ সেকেন্ড নিয়ে নৌবাহিনীর সুলতান সানজিদ রুপা এবং ৫৪.৬০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন সেনাবাহিনীর মিনহাজুল।
মহলিাদের ডিসকাস থ্রো ইভেন্টে স্বর্ন জয় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার। তিনি ৪০.৩৯ মি দূরত্বে ডিসকাস নিক্ষেপ করে স্বর্ণ পদক জিতেছেন। বাংলাদেশ জেলের আল্পনা আক্তার ৩৯.৫৫ মিটার দূরত্ব নিয়ে রৌপ্য এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নিলুফা আক্তার ৩১.৭৪ মিটারে ব্রোঞ্জ পদক জিতে নেন।
পুরুসদের পোল ভোল্ট ইভেন্টে চার মিটার উচ্চতায় লাফিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর রাশেদুল ইসলাম স্বর্ণ জয় করেছেন। ওই ইভেন্টে যশোর জেলা ক্রীড়া সংস্থার আফদার আলী রৌপ্য এবং বাংলাদেশ নৌবাহিনীর সেলিম মন্ডল ৩.৯০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।
বাসস/এএসজি/এমএইচসি/১৬৩৫/-স্বব