সাবেক প্রধান তথ্য অফিসার হারুন-উর-রসিদের ইন্তেকাল

283

ঢাকা, ৪ এপ্রিল, ২০২১ (বাসস) : সাবেক প্রধান তথ্য অফিসার হরুন-উর-রসিদ গতকাল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন।
তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
মরহুম হারুন-উর-রসিদ ১৯৭১ সালে মুজিবনগর সরকারের ওয়্যার করেসপন্ডেন্ট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার চাকরি বিসিএস তথ্য সার্ভিসে আত্মীকরণ করা হয়। তিনি প্রথমে ১৯৯৮ সালে বাংলাদেশ সরকারের প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ লাভ করেন। প্রধান তথ্য অফিসার থাকাকালীন তিনি তথ্য অধিদফতরের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০১ সালে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরবর্তীতে ২০১০ সালে সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিতে প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ প্রদান করে।
তার মৃত্যুতে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এবং তথ্য অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।