বাসস দেশ-১৩ : ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

101

বাসস দেশ-১৩
ভোলা-জাটকা-সংরক্ষণ-সপ্তাহ
ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‌্যালি
ভোলা, ৪ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় আজ সামাজিক দূরত্ব বজায় রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বেলা ১১ টায় ভোলা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে একই স্থানে মিলিত হয়। আগামী ১০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। মুজিব বর্ষে শপথ নিবো’ জাটকা নয় ইলিশ খাবো’ এ স্লোগান নিয়ে স্থানীয় মৎস্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোফারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনছ হাজ্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেনসহ বিভিন্ন মৎস্য জীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা মৎস্য অফিসার মো: জামাল হোসেন জানান, করোনা মহামারীর কারণে এবারের আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ইলিশা, নাছির মাঝি ও তুলাতুলি এলাকার নদীর পাড়ে জেলেদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া বিভিন্ন হাট বাজার ও নদ-নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
বাসস/এনডি/এইচএএম/১৩৩০/নূসী