বাসস ক্রীড়া-২ : এইবারকে হারিয়ে বার্সেলোনাকে টপকে দুইয়ে উঠে এলো রিয়াল মাদ্রিদ

91

বাসস ক্রীড়া-২
ফুটবল-লা লিগা
এইবারকে হারিয়ে বার্সেলোনাকে টপকে দুইয়ে উঠে এলো রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ, ৪ মার্চ ২০২১ (বাসস) : আন্তর্জাতিক বিরতি শেষে ঘরোয়া লিগের শুরুটা ভালই করলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার এইবারকে ২-০ গোলে পরাজিত করে লা লিগায় শীর্ষে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদের উপর চাপ আরো বাড়ালো জিনেদিন জিদানে দল। সেই সাথে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে রিয়াল।
গুরুত্বপূর্ণ একটি সপ্তাহকে সামনে রেখে রিয়ালের জন্য এই জয়টা জরুরী ছিল। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। এরপর আগামী সপ্তাহে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতো বার্সেলোনাকে আতিথ্য দিবে। কালকের ম্যাচে জয়সূচক গোল দুটো করেছেন মার্কো আসেনসিও ও করিম বেনজেমা। এই জয়ে এ্যাথলেটিকোর সাথে রিয়ালের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র তিন। রোববার রাতে সেভিয়ার মুখোমুখি হবে এ্যাথলেটিকো। তাদেরর থেকে চার পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা সোমবার ক্যাম্প ন্যুতে রিয়াল ভায়াদোলিদকে আতিথেয়তা দিবে।
অনেকটা বদলে যাওয়া মূল একাদশ নিয়ে কাল মাঠে নেমেছিলেন জিদান। যদিও এটি তিনি ইচ্ছাকৃত ভাবে করেননি। রাফায়েল ভারানে ও টনি ক্রুস ছিলেন বদলী বেঞ্চে। এর মধ্যে আন্তর্জাতিক বিরতিতে গিয়ে পেশীর সমস্যায় পড়ায় একটু আগে ভাগেই মাদ্রিদে ফিরে এসেছিলেন ক্রুস। সার্জিও রামোস, ডানি কারভাহাল ও এডেন হ্যাজার্ড ইনজুরিতে পড়ে পুরো স্কোয়াডের বাইরে ছিলেন। লিভারপুলের বিপক্ষে এদের দলে ফেরার কোন সম্ভাবনা নেই বললেই চলে। অনেকটাই অস্বস্তিতে থাকা এইবারের বিপক্ষে জিদান দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চ থেকে মাঠে নামান লুকা মড্রিচ, বেনজেমা ও আসেনসিওকে। গত ১০ ম্যাচে ১১ গোল করা বেনজেমার ওপরই মাদ্রিদের সেমিফাইনালে যাওয়া ও বার্সেলোনাকে হারানোর ভাগ্য অনেকটাই নির্ভর করছে। কাল তাকে বেশ সতেজ দেখা গেছে। আন্তর্জাতিক দল থেকেও তার বাদ পড়াটা কার্যত রিয়ালের জন্য ভালই হয়েছে। তবে কালকের ম্যাচে নি:সন্দেহে জয়ের নায়ক ছিলেন আসেনসিও। আক্রমনভাগে তার দুর্দান্ত পারফরমেন্সে শেষ পর্যন্ত দলকে জয় উপহার দিয়েছে। রিয়ালের তিনটি গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যাওয়ায় টেবিলের ১৯তম স্থানে থাকা এইবার বড় পরাজয়ের লজ্জা থেকে রক্ষা পেয়েছে। বেনজেমা দুইবার গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু মার্সেলোর ক্রস থেকে তার প্রথম গোলটি অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। এরপর ফ্রি-কিক থেকে ক্রসবারে বল লাগান আসেনসিও। এরপর ইসকোর গোল আবারো অফসাইডের কারনে নাকচ হয়ে যায়। যদিও তারপরেও মাদ্রিদ চাপ ধরে রেখে খেলতে থাকে। মধ্য মাঠে পেডে ডিপোর পাস ক্যাসেমিরো ছিনিযে নিয়ে আসেনসিওর দিকে বাড়িয়ে দেন। সহজ ফিনিশিংয়ে ৪১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এই স্প্যানিশ স্ট্রাইকার। দ্বিতয়ার্ধে একটি ব্যাক-পাস থেকে ভুল বোঝাবুঝিতে রিয়ালকে কোনমতে গোল হজম থেকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ক্যাসেমিরো গোল এরিয়ার বাইরে থেকে কার্লিং শটে বল জালে জড়ালেও আবারো অফসাইড বাঁধা হয়ে দাঁড়ায়। কিন্তু ৭৩ মিনিটে বাম দিক থেকে ভিনসিয়াস জুনিয়রের পাস থেকে বেনজেমা কোন ভুল করেননি। তার গোলেই রিয়ালের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়।
বাসস/নীহা/১১৩০/স্বব