বাসস ক্রীড়া-১২ : বাংলাদেশ গেমস : ক্রিকেটে ধারাবাহিকতা রাখতে চায় চট্টলা

115

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বাংলাদেশ গেমস
বাংলাদেশ গেমস : ক্রিকেটে ধারাবাহিকতা রাখতে চায় চট্টলা
ঢাকা, ৩ এপ্রিল ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের ফাইনালের দিকে চোখ রেখে বরিশালের আব্দুর রব সেরানিয়াবাতে স্টেডিয়ামে (এআরএসএস) আগামীকাল চন্দ্রদ্বীপ সাউথ জোনের মুখোমুখি হবে চট্টলা ইষ্ট জোন।
নিজেদের প্রথম ম্যাচে জাহাঙ্গিরাবাদ সেন্ট্রাল জোনের বিপক্ষে ৬৩ রানে জয় পেয়েছিলো চট্টলা ইষ্ট জোন। তাই ভালো অবস্থায় রয়েছে তারা। অন্যদিকে, বরেন্দ্র নর্থ জোনের কাছে ২১১ রানে হারে চন্দ্রদ্বীপ।
প্রথম ম্যাচ শেষে দু’দলের মাঠের পারফরমেন্সে এগিয়ে চট্টলা তাই ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে তারা। তবে আর একটি জয়, এবারের গেমস ক্রিকেট ইভেন্টের ফাইনালে উঠতে তাদের একধাপ এগিয়ে নিবে।
লিগ পর্বে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে দলগগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে। ফাইনাল হবে ১০ এপ্রিল। ঐ দিন গেমসের পর্দা নামবে।
বাসস/এএমটি/১৯১০/স্বব