বাসস দেশ-২৭ : গোপালগঞ্জে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদন করায় ১০ হাজার টাকা জরিমানা

93

বাসস দেশ-২৭
গোপালগঞ্জ-জরিমানা
গোপালগঞ্জে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদন করায় ১০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জ, ৩ এপ্রিল ২০২১ (বাসস): জেলার কাশিয়ানী উপজেলায় আজ অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদনের দায়ে ‘ছুনাম’ পানি ফ্যাক্টরির মালিক নাঈম মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
এ সময় ওই ফ্যাক্টরির সকল বোতলজাত পানি জব্দ করা হয় এবং পানির উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়।
আজ শনিবার বিকালে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রথীন্দ্র নাথ রায়।
কাশিয়ানী উপজেলা নির্বাহি অফিসার রথীন্দ্র নাথ রায় জানান, উপজেলার ফুকরা এলাকার একটি বাড়িতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় এবং বেআইনিভাবে বোতলজাত পানি উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে- গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযানকালে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদন করার দায়ে ফ্যাক্টরির মালিক নাঈম মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা এবং সেখানে থাকা সকল পানি জব্দ করার পাশাপাশি বাজার থেকে এই পানির বোতল উঠিয়ে নেয়া ও পানি উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯০৬/এমকে