বাসস ক্রীড়া-১১ : বডি বিল্ডিং ইভেন্টের দ্বিতীয় দিনে আনসারের চার স্বর্ণ

89

বাসস ক্রীড়া-১১
গেমস-বডি বিল্ডিং
বডি বিল্ডিং ইভেন্টের দ্বিতীয় দিনে আনসারের চার স্বর্ণ
ঢাকা,৩ এপ্রিল, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের দ্বিতীয় দিনে পাঁচটি ক্যাটাগরিতে ১৫টি পদকের নিষ্পত্তি হয়েছে। এ দিন পাঁচটি স্বর্ণ পদকের মধ্যে বাংলাদেশ আনসারের বডি বিল্ডাররা সর্বোচ্চ চারটি স্বর্ণ জিতে নিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে আজ মেনস ফিজিক ১৭৩+ সে. মি. দৈহিক উচ্চতা শ্রেণী দিয়ে শুরু হয় বডিবিল্ডিং ইভেন্টে দ্বিতীয় দিনের পদক লড়াই।
১. মেন’স ফিজিক ১৭৩+ দৈহিক উচ্চতা শ্রেণীতে স্বর্ণ জিতে নেন রাজশাহী গোল্ডেন জিমের মো. রফিকুল ইসলাম।
রৌপ্য পেয়েছেন বাংলাদেশ আনসারের মাহাদী চৌধুরী। ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রাম মুন্না নাইট্রিক জিমের তারেক মহিউদ্দিন।
২. মেন’স সিনিয়র বডি বিল্ডিং ৫৫ কেজি দৈহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জয় করেন বাংলাদেশ আনসারের মো. মুন্না। রৌপ্য পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এস কে পান্না। ব্রোঞ্জ জিতেছেন ঢাকা জিমের সজীব আহমেদ সামীর।
৩. মেন’স সিনিয়র ৬০ কেজি দৈহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের কবিরাজ মো. নাজিম খান। রৌপ্য জেতেন ঢাকা গ্যালাক্সি জিমের মো. সোহান হোসেন। ব্রোঞ্জ পেয়েছেন ১০০% মাসল জিমের গোলাম মোস্তফা রাব্বি।
৪. মেন’স সিনিয়র বডি বিল্ডিং ৬৫ কেজি দৈহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের মো: রিমন হোসেন।
রৌপ্য পেয়েছেন সিলেট আয়রন ওয়ারিয়র্সের মো. সাকিব আলী জিম।
ব্রোঞ্জ পেয়েছেন শাহ্ মাসল চার্জার্সের মো. ইসমাইল জাহিদ।
৫. মেন’স সিনিয়র বডিবিল্ডিং ৭০ কেজি দৈহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের রনজিত চন্দ্র সরকার। রৌপ্য পেয়েছেন সুপার ফিট জিমের মো. এবাদত হোসেন। ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সুমন দাস।
এ নিয়ে দুই দিনে বডিবিল্ডিং ইভেন্টে দশটি ক্যাটাগরিতে ৩০টি পদকের নিষ্পত্তি হলো।
এর আগে শুক্রবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে বডি বিল্ডিং ইভেন্টের উদ্বোধন করা হয়। বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম বেলুন উড়িয়ে ইভেন্টের উদ্বোধন করেন।
এ সময় ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাইমসহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/১৯০৫/-স্বব