বাসস ক্রীড়া-৯ : শুরুর আগেই আইপিএলে করোনার থাবা

84

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-আইপিএল
শুরুর আগেই আইপিএলে করোনার থাবা
নয়া দিল্লি, ৩ এপ্রিল ২০২১ (বাসস) : আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। আসর শুরুর আগেই থাবা পড়েছে করোনার।
প্রথম ম্যাচ চেন্নাইয়ে। তার আগে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৮ মাঠকর্মী করোনায় আক্রান্ত। যা চিন্তায় ফেললো ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।
তাই আইপিএল নিয়ে চিন্তিত বিসিসিআই। আর অনুশীলন নিয়ে চিন্তায় বিভিন্ন দল।
চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে ওয়াংখেড়েতে। ১০ এপ্রিল সেই ম্যাচ দিয়েই মুম্বাইয়ে আইপিএলের পথচলা শুরু হবে। ২৫ এপ্রিল পর্যন্ত সেখানে খেলা রয়েছে। মাঠে দর্শক ঢুকতে দেওয়া হবে না তা আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই।
মহারাষ্ট্রে করোনা যে হারে বাড়ছে তাতে আশঙ্কা তৈরি হয়েছে সেখানকার সুরক্ষা ব্যবস্থা নিয়ে। বেশির ভাগ মাঠকর্মী ট্রেনে যাতায়াত করেন। সেখান থেকেই করোনা সংক্রমণ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বাকি কর্মীদের স্টেডিয়ামেই থাকার ব্যবস্থা করছে। এক সদস্য বলেন, ‘মাঠকর্মীদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করছি। স্টেডিয়ামেথাকার মত অনেক জায়গা আছে, যেখানে তাদের রাখা যেতে পারে। ’
বাসস/এএমটি/১৮০৭/স্বব