বাসস ক্রীড়া-৫ : পিএসজির মার্কো ভেরাত্তি করোনা পজিটিভ

176

বাসস ক্রীড়া-৫
ফুটবল-করোনাফ
পিএসজির মার্কো ভেরাত্তি করোনা পজিটিভ
প্যারিস, ৩ এপ্রিল, ২০২১ (বাসস) : করোনা পজিটিভ হয়েছেন প্যারিস সেইন্ট-জার্মেইর ইতালিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার মার্কে ভেরাত্তি। এর ফলে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচে তিনি খেলতে পারছেন না বলে পিএসজি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সম্প্রতি পিসিআর টেস্টে মার্কো ভেরাত্তি পজিটিভ হয়েছেন। সাথে সাথে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং যথাযথ ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। তিনি ক্লাবের মেডিকেল কমিটির পর্যবেক্ষনে রয়েছেন।‘
এনিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মত ভেরাত্তি করোনায় আক্রান্ত হলেন। এর আগে করোনা পজিটিভ হওয়ায় জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির শুরুতে এই ইতালিয়ান মিডফিল্ডার লিগ ওয়ানের দুটি ম্যাচে খেলতে পারেননি।
তার অনুপস্থিতি পিএসজি কোচ মরিসিও পোচেত্তিনোকে দু:শ্চিন্তায় ফেলেছে। ইনজুরির কারনে ভেরাত্তির মধ্যমাঠের পার্টনার লিনার্দো পারডেসকেও পাচ্ছেন না পোচেত্তিনো।
বাসস/নীহা/১২২৫/স্বব