বাসস ক্রীড়া-২ : করোনা প্রোটোকল ভঙ্গের অপরাধে দুঃখ প্রকাশ করলেন দিবালা

142

বাসস ক্রীড়া-২
ফুটবল-করোনা
করোনা প্রোটোকল ভঙ্গের অপরাধে দুঃখ প্রকাশ করলেন দিবালা
মিলান, ৩ এপ্রিল, ২০২১ (বাসস) : সতীর্থ ওয়েস্টন ম্যাককিনি ও আর্থার মেলোকে নিযে বাড়িতে একটি পার্টিতে যোগ দিয়ে কোভিড -১৯ আইন ভঙ্গের অপরাধে দু:খ প্রকাশ করেছেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা।
ইতালিতে চলমান লকডাউনের মধ্যেও প্রতিবেশীদের নিয়ে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককিনির তুরিনের বাসায় আয়োজিত সান্ধ্যকালীণ পার্টিতে যোগ দিয়ে স্থানীয় পুলিশের জরিমানার কবলে পড়েছেন জুভেন্টাসের এই তিন খেলোয়াড়। পরে ইন্সটাগ্রামে এক পোস্টে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা লিখেছেন, ‘আমি জানি এই মুহূর্তে কোভিড পরিস্থিতিতে পুরো বিশ^ কি ধরনের কঠিন সময় পার করছে। এই সময়ে আমার এই ধরনের ভুল করা মোটেও উচিত হয়নি। রাতের খাবারের জন্য বাইরে যাওয়াটা আমার ভুল হয়েছে। এটা মূলত সেই ধরনের কোন পার্টি ছিলনা। কিন্তু যেকোন ভাবেই হোক আমি ভুল করেছি এবং সেজন্য আমি ক্ষমাপ্রার্থী।‘
ইনজুরির কারনে এই তিনজনই নিজ নিজ দেশের হয়ে আন্তর্জাতিক বিরতিতে খেলতে পারেননি। এই ভুলের কারনে তিনজনই হয়ত ক্লাব থেকেও শাস্তি পাবেন। যদিও ক্লাব সূত্র নিশ্চিত করেছেন এখনো এ ব্যপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।
আন্তর্জাতিক বিরতি কাটিয়ে খেলোয়াড়রা দলে ফিরে আসার পরই ইতালিয়ান চ্যাম্পিয়ন দলে নতুন করে করোনা হানা দিয়েছে। সেন্টার-ব্যাক লিওনার্দো বনুচ্চি ইতালি থেকে ফিরে আসার পর করোনা পজিটিভ হয়েছেন। এক বিবৃতিতে বনুচ্চির করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে জুভেন্টাস জানিয়েছে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে।
তুরষ্কের হয়ে খেলতে গিয়ে ডিফেন্ডার মেরি ডেমিরালও করোনা পজিটিভ হয়েছেন। একটি মেডিকেল ফ্লাইটে তিনি ইতোমধ্যেই তুরিনে ফিরে এসেছেন। ২৩ বছর বয়সী ডেমিরালকে জুভেন্টাসের টিম হোটেল জে-হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। উভয়র খেলোয়াড়ই শনিবার তোরিনোর বিপক্ষে তুরিন ডার্বিতে খেলতে পারছেন না।
বিশ^কাপ বাছাইপর্ব চলাকালীন ইতালির চারজন স্টাফ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ইতালিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। বুধবার লিথুনিয়ার বিপক্ষে আজ্জুরিদের ২-০ গোলের জয়ের ম্যাচটির পর করোনা পজিটিভ হবার ঘোষনা দেয়া হয়। রোববার ইতালি বুলগেরিয়ার বিপক্ষেও ২-০ গোলের জয় নিশ্চিত করেছিল।
সোমবার পুরো ইতালি দলকে সোফিয়ায় করোনা পরীক্ষা করানো হয়, সেখানে ফলাফল নেগেটিভ এসেছিল। কিন্তু একজন স্টাফ মৃদু উপস্বর্গের অভিযোগ করেন। সাথে সাথেই তাকে আইসোলেশনে পাঠানো হয়। এরপর ইতালিতে ফিরে তার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। একাইসাথে আরো তিনজন স্টাফও পজিটিভ হন।
এদিকে সিরি-এ লিগের আরেক দল সাসুলো জানিয়েছে তাদের চারজন ইতালিয়ান খেলোয়াড় গিয়ান মার্কো ফেরারি, ম্যানুয়েল লোকাতেল্লি, ডোমেনিকো বেরার্ডি ও ফ্রান্সেসকো কাপুটো রোমার বিপক্ষে ম্যাচে খেলবেন না। তাদের পরীক্ষার ফল নেগেটিভ আসলেও সতর্কতার কারনে তাদেরকে বিশ্রামে রাখা হবে। সাসুলোর টার্কিশ ডিফেন্ডার কান আয়হান এবারের মৌসুমে সপ্তম খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে ইতালি থেকে ফিরে নাপোলি তারকা লোরেঞ্জো ইনসিগনে নেগেটিভ হয়েছেন। মিলান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাও নেগেটিভ হয়েছেন। তবে ইন্টার মিলানের তিন ইতালিয়ান খেলোয়াড় নিকোলো বারেলা, স্টিফানো সেন্সি ও আলেহান্দ্রো বাস্তোনি ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। তাদের পরীক্ষার ফল এখনো হাতে এসে পৌঁছায়নি।
বোলোনিয়ার পোলিশ গোলরক্ষক লুকাস স্কোরুপস্কিও করোনা পজিটিভ হয়েছেন।
বাসস/নীহা/১২২৫/স্বব