বাসস ক্রীড়া-১৪ : আন্তর্জাতিক পর্যায়ে সম্মান বয়ে আনবে জিমন্যাস্টিকস : সৈয়দ শাহেদ রেজা

147

বাসস ক্রীড়া-১৪
বঙ্গবন্ধু-গেমস-জিমন্যাস্টিকস
আন্তর্জাতিক পর্যায়ে সম্মান বয়ে আনবে জিমন্যাস্টিকস : সৈয়দ শাহেদ রেজা
ঢাকা, ২ এপ্রিল ২০২১ (বাসস) : ১২টি দল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে শুক্রবার হয়েছে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০এর জিমন্যাস্টিকস প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উদ্বোধনী বক্তৃতায় জিমন্যাস্টিকস নিয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করে সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘গতকাল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন কর্তৃক আয়োজিত এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এর সঙ্গে যারা জড়িত তারা সবাই নিবেদিত প্রাণ। তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা আশাবাদী এ গেমসের মাধ্যমে জিমন্যাস্টিকস আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাবে। জিমন্যাস্টিকসকে এগিয়ে নিতে আমাদের সভাপতি শেখ বশির আহমেদ মামুন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভাল করতে পারে। আমরা আশা করি এই জিমন্যাস্টিকস আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সম্মান বয়ে আনবে এবং পদক জিততে সক্ষম হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিওএর উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর এবং জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমেদুর রহমান।এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সাবেক জিমন্যাস্ট হাসনা হেনা হ্যাপি।
বাসস/এমএইচসি/২১৫০/স্বব