বাসস ক্রীড়া-১০ : ম্যারাথনে সেনাবাহিনী হ্যামারে নৌবাহিনী সেরা

145

বাসস ক্রীড়া-১০
বঙ্গবন্ধু-গেমস-ম্যারাথন-হ্যামার
ম্যারাথনে সেনাবাহিনী হ্যামারে নৌবাহিনী সেরা
ঢাকা, ২ এপ্রিল ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ম্যারাথনে সেনাবাহিনী এবং হ্যামার থ্রোয়ে নৌবাহিনী স্বর্ণপদক জয় করেছে।
আজ শুক্রবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ ম্যারাথনের তিনটি পদকই জিতে নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তিন অ্যাথলেট। দুই ঘন্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ডে স্বর্ণ পদক জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফরিদ মিয়া। দুই ঘন্টা ৪৬মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জয় করেন ফিরোজ খান এবং দুই ঘণ্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ডে ব্রোঞ্জ জিতে নেন একই সংস্থার আরেক অ্যাথলেট কামরুল ইসলাম।
এদিন পুরুষদের হ্যামার থ্রোয়ে স্বর্নপদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মো. মাহফুজ হাসান। তিনি ৫০.৮৫ মিটার দূরত্বে নিক্ষেপ করে প্রথম হন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর মো. শফিকুল ইসলাম ৪৮.৭৪ মিটার দূরত্বে নিক্ষেপ করে রুপা এবং সেনাবাহিনীর মো. জুয়েল ইসলাম ৪৪.২৯ মিটার দূরত্বে হ্যামার নিক্ষেপ করে ব্রোঞ্জ পদক লাভ করেন।
বাসস/এএসজি/এমএইচসি/২১৪৪/স্বব