বাসস দেশ-২৯ : শাহজালালে সোনাসহ বিমানের এক কর্মচারী গ্রেফতার

131

বাসস দেশ-২৯
শাহজালাল-স্বর্ণালংকার আটক
শাহজালালে সোনাসহ বিমানের এক কর্মচারী গ্রেফতার
ঢাকা, ২ এপ্রিল, ২০২১ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ দশমিক ১৬০ কেজি ওজনের ১০টি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মচারীকে আটক করা হয়েছে।
কাস্টমস প্রিভেনটিভ কর্মকর্তারা আজ দুপুর সাড়ে ১২ টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করে।
আটককৃত কর্মচারীর নাম ঝন্টু চন্দ্র বর্মণ। তিনি বাংলাদেশ বিমানের এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার।
কাস্টমসের ডেপুটি কমিশনার মো আবদূস সাদেক আজ বিকেলে বাসসকে এ তথ্য নিশিচত করেছেন।
তিনি জানান, দুপুরে কাস্টমস প্রিভেনটিভ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। দুবাই থেকে আগত ফ্লাইট নং বি জি ৫০৪৬ এ রামেজিং কালে বিমানের অভ্যন্তরে থাকা এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার ঝন্টু চন্দ্র বর্মণের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি সীটের হাতলে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। ঝন্টু বর্মণের দেয়া তথ্য মোতাবেক ২১ নম্বর সিটের হাতলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১ দশমিক ১৬০ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয় । আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। ১০ টি বারের পতিটির ওজন ১১৬ গাম। বারগুলো রাষ্ট্রীয় গুদামে জমা করা হয়েছে।
গ্রেফতারকৃত বিমানকর্মীকে থানায় সোপর্দের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০১৩/কেকে