বাসস দেশ-২৩ : ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের দায়ে ১৮ জনকে জরিমানা

84

বাসস দেশ-২৩
ভোলা- জরিমানা
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের দায়ে ১৮ জনকে জরিমানা
ভোলা, ২ এপ্রিল ২০২১ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ মেঘনা নদীর অভায়শ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের দায়ে ১৮ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, দন্ডপ্রাপ্ত ১৮ জন জেলের প্রত্যেককে তিনহাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে ৯ টি নৌকা, পাঁচহাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট ও মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম বলেন, জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে সরকার মার্চ ও এপ্রিল এই দু’মাস ইলিশসহ সবধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে।
বাসস/এনডি/এইচএএম/১৮৫৭/এমকে