বাসস দেশ-২২ : সিলেটে করোনায় আক্রান্ত ১১৬, মৃত ১ জন

89

বাসস দেশ-২২
সিলেট-করোনা
সিলেটে করোনায় আক্রান্ত ১১৬, মৃত ১ জন
সিলেট, ২ এপ্রিল ২০২১ (বাসস) : সিলেটে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১৬ জন। এসময়ে করোনাক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৯১,সুনামগঞ্জে ৭, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজার জেলায় ১৬ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬০৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮৯৩ জন,সুনামগঞ্জে ২ হাজার ৬০১জন, হবিগঞ্জে ২ হাজার ৫৮ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৫৫ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় অর্থাৎ একদিনে করোনাক্রান্ত হয়ে সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি সিলেট জালার বাসিন্দা।এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকের সংখ্যা মোট ২৯১ জনে দাড়িয়েছে। এরমধ্যে সিলেট জেলার ২২৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্থ্য হয়ে উঠেছেন আরও ৩৩ জন, সুস্থ্য হওয়াদের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দ।এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ২১৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৬৩, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২,হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২ জন, এ নিয়ে বর্তমানে মোট ১১৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,যাদের মধ্যে সিলেটে ৯৮, সুনামগঞ্জে ২,হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।
বাসস/সংবাদদাতা/১৮৫৫/অমি