বাসস দেশ-১৬ : গোপালগঞ্জে পুলিশের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

127

বাসস দেশ-১৬
বিতরণ-গোপালগঞ্জ
গোপালগঞ্জে পুলিশের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
গোপালগঞ্জ, ২ এপ্রিল ২০২১ (বাসস): জেলায় আজ করোনা ভাইরাস মোকাবেলার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯ টায় জেলা শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ও শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের ফটকের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মেডিকেল কলেজে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অবিভাবকদের মাঝে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় মাস্কবিহীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাস্ক পরিয়ে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করে হলের ভিতরে প্রবেশ করানো হয়। এসময় তাদের অবিভাবক এবং সড়কে চলাচলকারী জনসাধারণের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমানসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শুক্রবার সকালে জেলার কোটালীপাড়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জ্ঞানের আলো পাঠাগার’। এ সময় উপজেলার তারাশী গ্রামের পাঁচশতাধিক মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের তারাশী ব্রীজে ভ্যানচালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৫০/এমকে