বাসস ক্রীড়া-৪ : প্রস্তুত হয়েই আইপিএল খেলতে গেছেন সাকিব

119

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-সাকিব
প্রস্তুত হয়েই আইপিএল খেলতে গেছেন সাকিব
ঢাকা, ২ এপ্রিল ২০২১ (বাসস) : ‘সব কিছুর জন্য তৈরি’ হয়েই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে নামছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় সংবাদ মাধ্যমকে এটিই বলেছেন তিনি।
নিষেধাজ্ঞার কারনে গত আইপিএলে খেলতে পারেননি সাকিব। অবশেষে এক বছর পর এবারের আইপিএলে খেলতে নামছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ। এরপর আইপিএলের ১৪তম আসরের নিলাম সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নাইটরা। তার ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি।
আসন্ন আইপিএল নিজের লক্ষ্যের কথা জানালেন সাকিব। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি সব কিছুর জন্য তৈরি। আমি আত্মবিশ্বাসী। জানি একটা ভাল ম্যাচ খেললেই সব ঠিক হয়ে যাবে। যদি শুরুটা ভাল হয়, তবে পুরো মৌসুম দলের জন্য ভাল খেলতে পারবো।’
শেষবারের আইপিএল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন সাকিব। এবারও যদি তেমন হয়, তাতে সমস্যা নেই তার। তিনি বলেন, ‘প্রতিটা দলেই ৮-১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছে। মাত্র চার জন খেলতে পারে। তাই দল নির্বাচনকে দায়ী করা ঠিক না। খোলা মনে খেলতে হবে। কঠোর অনুশীলন করতে হবে এবং সুযোগ পেলেই সুযোগ কাজে লাগাতে হবে।’
এবারের আইপিলে কলকাতার সাফল্যের ব্যাপারে আশাবাদি সাকিব। তিনি বলেন, ‘গত দু’বছরে দলে অনেক পরিবর্তন হয়েছে। দল ভাল করবে আমি আশাবাদী।’
বাসস/এএমটি/১৫৫৫/স্বব