শ্রীলংকার প্রয়োজন ৩৪৮ রান, ওয়েস্ট ইন্ডিজের দরকার ১০ উইকেট

184

অ্যান্টিগা, ২ এপ্রিল ২০২১ (বাসস) : অ্যান্টিগা টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে শ্রীলংকার প্রয়োজন ৩৪৮ রান। আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ১০ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ৩৭৭ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ২৯ রান করেছে শ্রীলংকা।
তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৫০ রান তুলেছিলো শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা ৪৯ ও লাসিথ এম্বুলদেনিয়া শুন্য রানে দিন শেষ করেছিলেন।
চতুর্থ দিন বাকী ২ উইকেটে মাত্র ৮ রান যোগ করতে পারে শ্রীলংকা। নিশাঙ্কা ৫১ রানে আউট হন। শ্রীলংকার ইনিংস শেষ হয় ২৫৮ রানে। প্রথম ইনিংসে ৩৫৪ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ৯৬ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।
লিড নিয়ে ৪ উইকেটে ২৮০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ৩৭৭ রানের টার্গেট পায় শ্রীলংকা। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৮৫ ও কাইল মায়ার্স ৫৫ রান করেন।
৩৭৭ রানের বড় টার্গেটে খেলতে নেমে দিনের শেষ ভাবে ৯ ওভার ব্যাট করে শ্রীলংকা। বিপদ ছাড়াই দিন শেষ করেছেন লংকান দুই ওপেনার লাহিরু থিরিমান্নে ও অধিনায়ক দিমুথ করুনারতেœ। থিরিমান্নে ১৭ ও করুনারতেœ ১১ রানে অপরাজিত আছেন।