আইপিএল নয়, দেশের হয়ে খেলতে চান হ্যাজেলউড

196

সিডনি, ২ এপ্রিল ২০২১ (বাসস) : টি-টুয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের আগে নিজেকে সতেজ রাখতে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সড়ে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তাই আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে না খেলার সিদ্বান্ত নিজেই জানিয়েছেন হ্যাজেলউড।
আইপিএলের পর অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি থাকায় টি-২০ লীগটিতে খেলতে চান না তিনি। ডান-হাতি এই পেসার বলেন, ‘১০ মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হয়েছে। বিভিন্ন সময় থাকতে হয়েছে কোয়ারেন্টাইনেও। আগামী ২ মাস অস্ট্রেলিয়ায় থাকবো, পরিবারের সাথে সময় কাটাতে চাই।’
তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে, ভারতে টি-২০ বিশ্বকাপ রয়েছে, এরপর অ্যাশেজ সিরিজ রয়েছে। আগামী ১২ মাস লম্বা সূচি। তাই বিশ্বকাপ ও অ্যাশেজের কথা চিন্তা করেই আইপিএল না খেলার সিদ্বান্ত নিয়েছি।’
সংযুক্ত আরব আমিরাতে হওয়া গতবারের আইপিএল-এ মাত্র ৩টি ম্যাচ খেলেছিলেন হ্যাজেলউড।