বাসস দেশ-৭ : জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

106

বাসস দেশ-৭
অটিজম-সচেতনতা
জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
জয়পুরহাট, ২ এপ্রিল, ২০২১ (বাসস) : ‘আলোকিত হোক উদারতায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ উদযাপন করা হলো ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয় থেকে ভার্চুয়ালি জুম এপস ব্যবহার করে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইমাম হাসিম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
অটিজম শিশুদের বর্তমান সমস্যা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন- জেলা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানা, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মো. নূরুল আমিন, সদস্য সচিব মতিনূর রহমান, মাতৃভূমি অটিজম একাডেমির পরিচালক তিতাস মস্তোফা, ডিএমএসএস এর নির্বাহী পরিচালক মাহবুবা বেগম, এনআরডিএস এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান বিটন, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী সুজন কুমার মন্ডল প্রমুখ।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সমুহের প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫০০/কেজিএ