বাসস দেশ-৩৩ : নারায়ণগঞ্জে সব পর্যটন কেন্দ্র ও সভা সমাবেশ বন্ধ

84

বাসস দেশ-৩৩
সংক্রমণ-রোধ
নারায়ণগঞ্জে সব পর্যটন কেন্দ্র ও সভা সমাবেশ বন্ধ
নারায়ণগঞ্জ, ১ এপ্রিল, ২০২১ (বাসস) : করোনারভাইরাসের সংক্রমণ রোধে জেলার সকল পর্যটন কেন্দ্র, বিনোদন পার্ক, জাদুঘর, কমিউনিটি সেন্টার এবং সভা সমাবেশ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ১৫ এপ্রিল পর্যন্ত পনের দিন এই বন্ধের আদেশ কার্যকর থাকবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আজ এসব তথ্য জানান।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শহরের ফুটপাথে দোকান বন্ধ করা এবং মার্কেট, বিপনি বিতানে স্বাস্থবিধি মেনে চলার নির্দেশ দেন ব্যবসায়ীদের। জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং মাস্ক পরিধানে বাধ্য করতে জেলা জুড়ে ১৬ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
এদিকে বেলা ১১ টায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রট ফারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও দেওভোগের শেখ রাসেল পার্কের জনসমাগম বন্ধ করে দেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৫২/কেজিএ