বাসস ক্রীড়া-৮ : ড্র হলো সিলেট-ঢাকা বিভাগের ম্যাচ

89

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-এনসিএল
ড্র হলো সিলেট-ঢাকা বিভাগের ম্যাচ
ঢাকা, ১ এপ্রিল ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে দ্বিতীয় রাউন্ডের প্রথম স্তরে সিলেট ও ঢাকা বিভাগের ম্যাচটি ড্র হয়েছে।
৩১০ রানের টার্গেটে খেলতে নেমে আজ শেষ দিন শেষে ৫ উইকেটে ১৪৭ রান করে ঢাকা বিভাগ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১৮৩ রান করেছিলো সিলেট বিভাগ। ছয় নম্বরে নামা আসাদউল্লাহ আল গালিব ৭৪ ও তানজিম হাসান সাকিব ২৪ রানে অপরাজিত ছিলেন।
গালিব ৮২ ও সাকিব ৩৩ রানে আউট হন। এতে ২১৯ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে সিলেট বিভাগ।
৩১০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে বিরতি দিয়ে উইকেট হারায় ঢাকা বিভাগ। তবে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে পারে ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন সাইফ হাসান। সিলেট বিভাগের এনামুল হক জুনিয়র ৩টি উইকেট নেন। ঢাকা বিভাগের শুভাগত হোম ম্যাচ সেরা হন।
২ ম্যাচে ১টি করে জয়-ড্র’তে ১৩ দশমিক ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকা বিভাগ। ২ ম্যাচে ১টি করে হার-ড্র’তে ১ দশমিক ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট।
বাসস/এএমটি/১৯১৫/স্বব