বাসস দেশ-২৮ : ঝালকাঠিতে পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ

82

বাসস দেশ-২৮
মাস্ক-লিফলেট-বিতরণ
ঝালকাঠিতে পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ
ঝালকাঠি, ১ এপ্রিল, ২০২১ (বাসস) : দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে সচেতন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় তিনি বিভিন্ন গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন। এছাড়াও জনসাধারণ, যানবাহনের চালক ও বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন পুলিশ সুপার। এ কর্মসূচিতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও সদর থানার ওসি খলিলুর রহমান। ফাতিহা ইয়াসমিন বলেন, সারাদেশে করোনার সংক্রমণ হঠাৎ করে বেড়ে গেছে। আমরা এক বছর ধরে করোনায় মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছি। এ ধরনের কর্মসূচি অব্যহত থাকবে। আমি জনসাধারণকে বলবো, আপনারা ৭ দিনের বাজার প্রয়োজনে একদিন করে ঘরে থাকুন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না। পরিবহনে নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান পুলিশ সুপার।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮১৭/কেজিএ