বাসস দেশ-২২ : সিলেটে যুক্তরাজ্য থেকে আসা ৮৩ যাত্রী কোয়ারেন্টিনে

100

বাসস দেশ-২২
সিলেট-বিমানযাত্রী-কোয়ারেন্টিন
সিলেটে যুক্তরাজ্য থেকে আসা ৮৩ যাত্রী কোয়ারেন্টিনে
সিলেট, ১ এপ্রিল, ২০২১ (বাসস) : সিলেটে যুক্তরাজ্য থেকে আসা ৮৩ বিমান যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২০২) এর ফ্লাইটে করে তারা যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সিলেট নগরীতে সরকার নির্ধারিত আবাসিক হোটেলগুলোতে বাধ্যতামুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিয়ে আসা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন করে যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ৮৩ জনের মধ্যে সিলেট নগরীর হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০, রয়েল প্লামে ১০ জনসহ মোট ৯ টি হোটেলে তাদের ভাগ করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৬৪৫/-এএএ