বাসস দেশ-১৬ : গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে ৪ ডাকাত গ্রেফতার

89

বাসস দেশ-১৬
ডাকাত-গ্রেফতার
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে ৪ ডাকাত গ্রেফতার
গোপালগঞ্জ, ১ এপ্রিল, ২০২১ (বাসস) : সদর উপজেলার হরিদাশপুর ব্রিজের ওপর থেকে মহাসড়কে ডাকাতিসহ নানা অপরাধমূলক কাজের সাথে জড়িত চার অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- একিন ওরফে সুমন পেয়াদা (২৮), জাহাঙ্গীর খান (৪৫), নুর মোহাম্মদ (২৮) এবং মো. সেলিম (৩৫)।
গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, সংঘবদ্ধ একটি ডাকাত দল দীর্ঘদিন ধরে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়ক ও সড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে রাস্তায় ফাঁকা জায়গাতে লোকজনের কাছ থেকে টাকা-পয়সা ডাকাতি করে আসছিল।
বুধবার গভীর রাতে তাদেরকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর ব্রিজের ওপর থেকে পুলিশ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র ও মহাসড়কে ডাকাতি করা টাকা, মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক কাজ করার অভিযোগ রয়েছে। গোপালগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬০০/কেজিএ