সিলেটে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০০

187

সিলেট, ১ এপ্রিল, ২০২১ (বাসস) : সিলেটে গত একদিনে করোনায় ৫ জনের মৃত্য হয়েছে, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০০ জন।
আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মৃত ৫ জনের মধ্যে সিলেট জেলার ৪ জন ও অপর একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২৯০ জন। এরমধ্যে সিলেট জেলার ২২৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এরমধ্যে সিলেট জেলায় ৯৪ ও হবিগঞ্জের ৬ জন রয়েছেন। এ সময়ে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ আক্রান্ত হননি। এনিয়ে সিলেট বিভাগে করোনায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯১ জনে। শনাক্ত হওয়ার মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৯ জন রয়েছেন। এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫৬ জন, সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৫৫ ও মৌলভীবাজার জেলার ১ জন। এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৩০, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন রয়েছেন।
অন্যদিকে, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন, এ নিয়ে বর্তমানে মোট ৯৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে সিলেটের ৮৭, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।