বাসস ক্রীড়া-৩ : পাঁচজন খেলোয়াড় বদলের আইন ইউরোতে প্রয়োগ করা হবে

105

বাসস ক্রীড়া-৩
ফুটবল-ইউরো
পাঁচজন খেলোয়াড় বদলের আইন ইউরোতে প্রয়োগ করা হবে
প্যারিস, ১ এপ্রিল ২০২১ (বাসস) : আসন্ন ইউরো ২০২০‘এ পাঁচজন খেলোয়াড় বদলীর আইন প্রযোজ্য হবে বলে উয়েফা বুধবার ঘোষনা দিয়েছে। করোনাভাইরাস মহামারি থেকে বেরিয়ে আসতে এখনো পুরো বিশে^র মতই কঠিন সময় পার করছে ফুটবল বিশ^। খেলোয়াড়রাও এর বাইরে নয়।
এক বিবৃতিতে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছে, ইতোমধ্যেই এই আইন বিশ^কাপ বাছাইপর্বে প্রয়োগ করা হয়েছে যা ২০২১‘র মার্চ থেকে ২০২২‘র মার্চ পর্যন্ত চলবে। এখন এই আইন ইউরো টুর্নামেন্টেও প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। করোনা মহামারীর কারনে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডার ক্ষতিগ্রস্থ হওয়ায় পাঁচজন খেলোয়াড় বদলীর আইন এখনো পর্যন্ত বহাল রয়েছে।
উয়েফা আরো জানিয়েছে এই আইন আগামী অক্টোবরে নেশন্স লিগের ফাইনাল ও আগামী বছর মার্চে রেলিগেশন প্লে-আউটসেও প্রযোজ্য হবে।
ইতোমধ্যেই তিনজনের পরিবর্তে পাঁচজন খেলোয়াড় পরিবর্তনের আইনটি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে প্রয়োগ করা হয়েছে। এছাড়াও ঘরোয়া বিভিন্ন প্রতিযোগিতায়ও এই আইন ব্যবহৃত হচ্ছে।
ইউরোপ জুড়ে ২০২০/২১ মৌসুমের ব্যস্ত সূচীর সাথে সঙ্গতি রেখে খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
বাসস/নীহা/১৩৩০/স্বব