বাসস দেশ-৮ : মাস্ক পরিধান নিশ্চিতকরণে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

99

বাসস দেশ-৮
ভ্র্যামাণ আদালত
মাস্ক পরিধান নিশ্চিতকরণে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কুমিল্লা (দক্ষিণ), ১ এপ্রিল, ২০২১, (বাসস): করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল ১০টায় নগরীর কান্দিরপাড়, বাদুরতলা ও মনোহরপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনি রায়, নাছরিন সুলতানা ও ফাহিমা বিনতে আখতার এ অভিযান পরিচালনা করেন।
এসময় দুই শতাধিক ব্যাক্তির কাছ থেকে মোট ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিরতণ করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনি রায় বাসসকে বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩১৫/-নূসী